ওয়েব ডেস্ক: চিকিত্‍সকদের পর এবার শিক্ষকদের অবসরের বয়সসীমাও বাড়তে পারে। এমনই ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর স্বয়ং মুখ্যমন্ত্রীই শিক্ষকের আকাল মেটাতে এই পরিকল্পনা করেছেন। রাজ্যে শিক্ষকদের অবসরের বয়স সত্তর করা হতে পারে বলে শোনা যাচ্ছে।


আরও পড়ুন- বাড়ছে সরকারি চিকিত্‍সকদের অবসরের বয়স এছাড়াও একাধিক নতুন পরিকল্পনা স্বাস্থ্যে


শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়াতে হলে বিল পাস করাতে হবে বিধানসভায়। তবে বিষয়টি এখনও পর্যন্ত ভাবনার স্তরেই রয়েছে। শিক্ষকদের পদকে প্রশাসনিক পদ হিসেবেই দেখছে রাজ্য। এই ধরনের পেশায় বয়সের সঙ্গে অভিজ্ঞতা বাড়ে। তাই অবসরের বয়সসীমা বাড়লে ছাত্রছাত্রীদের উপকার হবেই বলে মনে করা হচ্ছে। যদিও, বিরোধীরা যুক্তি দিচ্ছে, অবসরের বয়সসীমা বাড়লে নিয়োগ বন্ধ হয়ে যাবে। শিক্ষাক্ষেত্রে তাজা রক্তের যোগানও আসবে না।


আরও পড়ুন- বিদ্যুতের দাম বাড়াচ্ছে রাজ্য বিদ্যুত্‍ পর্ষদ আর কমাচ্ছে সিইএসসি