শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য মধ্যমগ্রামে

শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মধ্যমগ্রামের দিকবেড়িয়া থানা এলাকায়। নিজের নন্দাইয়ের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক মহিলা। বুধবার রাতে ওই মহিলা নিজের ঘরে একাই ছিলেন। অভিযোগ সেই সময় ঘরে হানা দেয় নন্দাই প্রশান্ত সরকার।

Updated By: Jan 16, 2014, 10:03 AM IST

শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মধ্যমগ্রামের দিকবেড়িয়া থানা এলাকায়। নিজের নন্দাইয়ের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক মহিলা। বুধবার রাতে ওই মহিলা নিজের ঘরে একাই ছিলেন। অভিযোগ সেই সময় ঘরে হানা দেয় নন্দাই প্রশান্ত সরকার।

এরপর ওষুধ খাইয়ে বেহুঁশ করে হাত পা বেঁধে দেয়। রাত দশটা নাগাদ ওই মহিলার স্বামী ঘরে ফিরে ওই মহিলাকে উদ্ধার করেন। চিকিত্‍সার জন্য তাঁকে ভর্তি করা হয় বারাসত হাসপাতালে। রাতেই অভিযুক্ত প্রশান্ত সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস।

.