অবশেষে ঘরে ফিরলেন রায়গঞ্জের আব্দুল ঘাটা গ্রামের অঞ্জলী মণ্ডলের পরিবার
চব্বিশ ঘণ্টার খবরের জের। অবশেষে ঘরে ফিরলেন রায়গঞ্জের আব্দুল ঘাটা গ্রামের অঞ্জলী মণ্ডলের পরিবার। গণপিটুনিতে একটি মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মণ্ডল পরিবারের বেশ কয়েকজন। তারা পলাতক। অভিযুক্তদের পুলিসের কাছে ধরা দেওয়ার নিদান দিয়ে মণ্ডল বাড়িতে তালা দিয়ে দেয় গ্রামবাসীরা। তারপর থেকে গৃহহারা মণ্ডল পরিবারের মেয়ে ও শিশুরা। এই খবর দেখানো হয় চব্বিশ ঘন্টায়। খবর দেখে উদ্যোগ নেন পুলিস সুপার। ঘরে ঢুকতে পারে মহিলা ও শিশুরা।
Updated By: Oct 17, 2016, 06:34 PM IST
