ফের বন্ধ ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিল, কর্মহীন প্রায় চার হাজার শ্রমিক

ফের বন্ধ হয়ে গেল হুগলির ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুট মিল। আজ সকালে কাজে এসে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা। এর জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় চার হাজার শ্রমিক।

Updated By: May 2, 2015, 09:38 PM IST
ফের বন্ধ ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিল, কর্মহীন প্রায় চার হাজার শ্রমিক

ব্যুরো: ফের বন্ধ হয়ে গেল হুগলির ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুট মিল। আজ সকালে কাজে এসে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা। এর জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় চার হাজার শ্রমিক।

নোটিস দেখেই বিক্ষোভে ফেটে পড়েন তারা। কারখানা কর্তৃপক্ষের বক্তব্য বাজারে টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়ার জন্যই এই সিদ্ধান্ত। যদিও শ্রমিকদের অভিযোগ, এনিয়ে কোনও আলোচনাই করেনি কর্তৃপক্ষ। গত আটই অক্টোবরও একবার বন্ধ হয়ে যায় কারখানাটি।  

তারপর একুশে জানুয়ারি ফের খোলে। কিন্তু, কাজে নেওয়া যায়নি প্রায় এক হাজার শ্রমিককে। তা নিয়েই ঝামেলা চলছিল। আজ বন্ধ হয়ে গেল কারখানাটি। অন্যদিকে, শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিলেও শুরু হয়েছে গণ্ডগোল। পঁচিশ তারিখ ভোটের দিন এবং মে দিবসে কাজের বেতন পাননি শ্রমিকরা। এনিয়েই চলছে বিক্ষোভ। রিষড়ার ওয়েলিংটন জুট মিলেও একই অভিযোগ ছিল শ্রমিকদের। তবে, আলোচনার পর কাজ শুরু হয়েছে।

.