বীরভূমের তৃণমূল জেলা সভাপতি সম্পর্কে রিপোর্ট চাইল কমিশন

বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পর্কে রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন। জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করা নিয়ে উত্তেজনা চরমে। বিভিন্ন জেলায় বিরোধী পার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে।

Updated By: Jun 3, 2013, 11:33 PM IST

বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পর্কে রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন। জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করা নিয়ে উত্তেজনা চরমে। বিভিন্ন জেলায় বিরোধী পার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে।
কয়েক দিন আগে শাসক গোষ্ঠীর সন্ত্রাসে নবতম সংযোজন রীরভূম জেলা তৃণমূল সভাপতির। এক দলীয় জনাসভায় তিনি তৃণমূল কর্মীদের নির্দেশ দেন, "কংগ্রেস, সিপিএম প্রার্থীদের মনোনয়ন পত্র পেশ করতে দেবেন না।" তাঁর এই মন্তব্যে জন্যই জেলা শাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন।

.