বাবুল মন্ত্রী, আসানসোলে উল্লাস
লোকসভা নির্বাচনে আসানসোল আসনে বিজেপির অভাবনীয় জয়ের পর সবাই ধরেই নিয়েছিলেন মন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়। কিন্তু হননি। হলেন মোদী মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে। শপথ নেওয়ার পর আসানসোলে রাস্তায় নেমে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা।চলে উল্লাস।
আসানসোল: লোকসভা নির্বাচনে আসানসোল আসনে বিজেপির অভাবনীয় জয়ের পর সবাই ধরেই নিয়েছিলেন মন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়। কিন্তু হননি। হলেন মোদী মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে। শপথ নেওয়ার পর আসানসোলে রাস্তায় নেমে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা।চলে উল্লাস।
লোকসভা ভোটের জমজমাট প্রচার। ভোট চাইতে এসে রাস্তার ধারে ক্যারম খেলেছেন বিজেপির সংসদীয় প্রার্থী। অনুরোধ করা মাত্রই ভোটারদের গান শুনিয়েছেন। এরপর জনসমর্থনের ঢেউয়ে চেপে নির্বাচনে জয়। ভোটে জেতার প্রায় ছ মাস পর কেন্দ্রে মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে এদিন শপথ নিলেন তিনি। উচ্ছ্বাসে মাতল আসানসোল।
আদতে হুগলির বাসিন্দা বাবুল। চুঁচুড়ার বড়াল গলিতে কেটেছে ছেলেবেলা। চুঁচুড়ার সঙ্গে আজও তাঁর নাড়ির টান। এদিন সেখানেও উত্সবের ছোঁয়া। শপথগ্রহণ দেখতে টিভি খুলে বসেছিলেন পাড়াপ্রতিবেশী, বন্ধু, আত্মীয়রা। মন্ত্রী হয়ে কতটা করতে পারবেন রাজ্যের জন্য? আসানসোল জয়ের পর এবার কি জিতে নিতে পারবেন গোটা রাজ্যের হৃদয় ? এখন সেদিকেই তাকিয়ে বাবুল-অনুগামীরা।