শিলিগুড়িতে সিপিএমের মিছিলে হামলা, আক্রান্ত মেয়র অশোক ভট্টাচার্য
শিলিগুড়িতে সিপিএমের মিছিলে হামলা। আক্রান্ত মেয়র অশোক ভট্টাচার্য। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। বালাসনে সিপিএম অফিসে হামলার প্রতিবাদে মিছিল করছিল সিপিএম। যদিও ওই মিছিলের অনুমতি ছিল না বলে সিপিএমকেই কাঠগড়ায় তুলেছে পুলিস।
ওয়েব ডেস্ক: শিলিগুড়িতে সিপিএমের মিছিলে হামলা। আক্রান্ত মেয়র অশোক ভট্টাচার্য। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। বালাসনে সিপিএম অফিসে হামলার প্রতিবাদে মিছিল করছিল সিপিএম। যদিও ওই মিছিলের অনুমতি ছিল না বলে সিপিএমকেই কাঠগড়ায় তুলেছে পুলিস।
মাটিগাড়ার বালাসন কলোনিতে সিপিএমের পার্টি অফিসে হামলা হয়েছিল শুক্রবার। ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বালাসনে মিছিল করছিলেন অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকার। আচমকাই মিছিলের ওপর হামলা চালায় কয়েকজন যুবক। ভাঙচুর চালানো হয় দোকানে। আক্রান্ত হন অশোক ভট্টাচার্যও।
হামলার ঘটনায় অশোক ভট্টাচার্য তৃণমূলকে কাঠগড়ায় তুললেও অভিযোগ অস্বীকার করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।
আক্রান্ত সিপিএম নেতারা। তবুও গোটা ঘটনায় সিপিএমকেই দায়ি করছে পুলিস প্রশাসন।
গোটা ঘটনায় পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে সিপিএম। হামলার ঘটনা জানানো সত্ত্বেও পুলিস ব্যবস্থা নেয়নি বলে প্রেস বিবৃতিতে অভিযোগ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।