ওয়েব ডেস্ক: তোলার টাকা দিতে অস্বীকার করায়, ব্যবসায়ী ও তাঁর ছেলেকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মালদায়। ঘটনাটি ঘটেছে গাজল থানার কুতুব গ্রামে। আহত ব্যবসায়ীর নাম আজদুল শেখ। গাজল বাজারে মাছের খাবারের দোকান রয়েছে আজদুলের। আজদুল ও তাঁর ছেলে ইদুল শেখের অভিযোগ,  রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তাঁদের পথ আটকায়  আট-দশ জন দুষ্কৃতী। চলে বেধড়ক মারধর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল কাউন্সিলর আর তাঁর অনুগামীদের বিরুদ্ধে


তাঁদের সঙ্গে থাকা দেড় লক্ষ টাকা দুষ্কৃতীরা লুঠ করে বলে অভিযোগ। চিত্‍কার, চেঁচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হয়ে গেলে পালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী ও তাঁর ছেলেকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ করেছেন ব্যবসায়ী।


আরও পড়ুন  নাবালিকা বিবাহের চেষ্টায় ধরা পড়ে জামাই বাবাজির ঠিকানা এখন শ্রীঘর!