বাগরাকোট চা বাগানে ফের দুই শ্রমিকের মৃত্যু

বাগরাকোট চা বাগানে ফের দুই শ্রমিকের মৃত্যু। হাতে কাজ নেই। পেটে ভাত নেই। অসুস্থ হলে চিকিত্‍সা করানোর সামর্থ্যটুকুও নেই। অনাহারে, অর্ধাহারে বেড়েই চলেছে মৃত্যুমিছিল।

Updated By: Nov 21, 2015, 09:46 PM IST
বাগরাকোট চা বাগানে ফের দুই শ্রমিকের মৃত্যু

ওয়েব ডেস্ক: বাগরাকোট চা বাগানে ফের দুই শ্রমিকের মৃত্যু। হাতে কাজ নেই। পেটে ভাত নেই। অসুস্থ হলে চিকিত্‍সা করানোর সামর্থ্যটুকুও নেই। অনাহারে, অর্ধাহারে বেড়েই চলেছে মৃত্যুমিছিল।
বাগরোকোট চা বাগানের শ্রমিক  ছিলেন কালু তামাং। বাগান বন্ধ হওয়ার পর থেকেই পরিবারে অভাব নিত্যসঙ্গী। টাকার অভাবে কার্যত বিনা চিকিত্‍সায় শনিবার তাঁর মৃত্যু হয়।
সরকার চাল দেয় ঠিকই । কিন্তু তা খাওয়ার অযোগ্য। অভিযোগ শ্রমিকদের।
হাসপাতাল বিদ্যুত্‍হীন। সাংসদের প্রশ্নের মুখে অসহায় কর্মীরা। গত ২ মাসে মৃত্যু বেড়ে ১৫
বাগান বন্ধের পর ৯ মাসে ২৭ জনের মৃত্যু। ঘরে  অনাহার। সামনে অনিশ্চিত ভবিষ্যত্‍। সিপিএমের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি সদ্য স্বজনহারা পরিবার।
এ মৃত্যুমিছিলের শেষ কোথায়? উত্তর খুঁজছে বাগরাকোট।

.