ওয়েব ডেস্ক: বনগাঁ লোকসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল তৃণমূল কংগ্রেস। মন্ত্রীর দল ছেড়ে বিজেপি-তে যাওয়া, সারদাকাণ্ডে একের পর এক নেতা-মন্ত্রী জেলে, মতুয়া ভোটে ভাঙন, মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব। একের পর এক ইস্যুতে চাপে থাকা তৃণমূলকে অক্সিজেন দিল বনগাঁর ফল। অন্যদিকে, ভোট বাড়লেও তৃতীয় স্থানে থেকে হতাশ হতে হল বিজেপিকে। কৃষ্ণগঞ্জে বিপর্যের মাঝে সিপিআইএনের কাছে মন্দের ভাল খবর দেবেশ দাসের দ্বিতীয় হওয়া। কংগ্রেস প্রার্থীর জামানত জব্দ হল। বিজেপি-র ভোট ৬ শতাংশ বাড়ল, বামেদের ভোট কমল ৬ শতাংশ। শতাংশের বিচারে তৃণমূলের ভোট প্রায় একই থাকল।
এক নজরে বনগাঁ বিধানসভার ফলাফল
২০১৫ লোকসভা উপনির্বাচনের ফলাফল
তৃণমূল- ৫,৩৯,৯৯০ (৪৩.২২%)
বিজেপি- ৩,১৪,১১৯ (২৫.১৪%)
বামফ্রন্ট- ৩,২৮,১৯৬ (২৬.২৭%)
কংগ্রেস- ২৯,১৪৯ (২.৩৩%)
ফলাফল-তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাবালা ঠাকুর জয়ী ২,১১,৭৯৪ ভোটে।
মন্তব্য-
২০১৪ লোকসভা নির্বাচনে-
তৃণমূল- ৫,৫১,২১৩ (৪৩.২৮%)
বামফ্রন্ট- ৪,০৪,৬১২ (৩১.৭৭%)
বিজেপি- ২,৪৪,৭৮৩ (১৯.২২%)
কংগ্রেস- ৪৩,৮৬৬ (৩.৪৪%)
২০১১ বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে-
তৃণমূল- ৬,১৯,৫৭৯ (৫২.৩৫%)
বামফ্রন্ট- ৪,৯১,৫৬০ (৪০.৮৬%)
বিজেপি- ৩৭,০৭৮ (৩.০৯%)
বনগাঁয় বড় জয়ে অক্সিজেন তৃণমূলে, বিজেপি অস্বস্তিতে, মন্দের ভাল বামেদের