৪৪ ডিগ্রিতে হাঁসফাঁস বাঁকুড়ার জনজীবন
চৈত্রেই চাঁদিফাটা গরম। মার্চের শেষে তাপমাত্রার পারদ উঠল ৪৪ ডিগ্রিতে। গ্রীষ্মের আগেই এত গরম সম্প্রতি দেখেনি বাঁকুড়া। হাঁসফাঁস দশা মানুষের। সকাল থেকেই তীব্র গরম। তার সঙ্গে বইছে লু। দুপুর হতেই পথঘাট প্রায় জন শুন্য। খুব জরুরি কাজ ছাড়া, বাড়ির বাইরে বের হতেই চাইছেন না মানুষজন।
![৪৪ ডিগ্রিতে হাঁসফাঁস বাঁকুড়ার জনজীবন ৪৪ ডিগ্রিতে হাঁসফাঁস বাঁকুড়ার জনজীবন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/30/82002-heat.jpg)
ওয়েব ডেস্ক: চৈত্রেই চাঁদিফাটা গরম। মার্চের শেষে তাপমাত্রার পারদ উঠল ৪৪ ডিগ্রিতে। গ্রীষ্মের আগেই এত গরম সম্প্রতি দেখেনি বাঁকুড়া। হাঁসফাঁস দশা মানুষের। সকাল থেকেই তীব্র গরম। তার সঙ্গে বইছে লু। দুপুর হতেই পথঘাট প্রায় জন শুন্য। খুব জরুরি কাজ ছাড়া, বাড়ির বাইরে বের হতেই চাইছেন না মানুষজন।
বাধ্য হয়ে যাদের পথে নামতে হয়েছে, গরম হলকা থেকে বাঁচতে আপাদমস্তক কাপড়ে ঢেকে নিয়েছেন তাঁরা। আবহাওয়া দফতর বলছে, গত কয়েকদিন ধরেই বাঁকুড়ায় তাপমাত্রা বাড়ছিল। তবে মার্চের শেষে ৪৪ ডিগ্রি তাপমাত্রা সাম্প্রতিক অতীত প্রথম। বসন্ত শেষে যদি এই হাল হয়, তাহলে গ্রীষ্মে কী হবে? (আরও পড়ুন- GST চালু হলে মুদ্রাস্ফীতির আশঙ্কাও নেই : অরুণ জেটলি)