ইছাপুর অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি প্রতিরক্ষা মন্ত্রকের
ইছাপুর অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গড়ল প্রতিরক্ষা মন্ত্রক। গত ১১ মার্চ ইছাপুর অর্ডন্যান্স ফ্যাক্টরির মেটাল অ্যান্ড স্টিল প্ল্যান্টে একটি বিস্ফোরণ হয়। দুপুর নাগাদ ২০ টন ফার্নেসে বিস্ফোরণ ঘটে। জখম হন ৯ জন। গুরুতর আহত ফাল্গুনি ব্যানার্জি ও বাবলু মজুমদারকে সেনার কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানেই দুজনের মৃত্যু হয়। বাকি ৭ জনের শরীরে অল্পবিস্তর আঘাত থাকলেও, তাঁরা বিপদমুক্ত।
ওয়েব ডেস্ক: ইছাপুর অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গড়ল প্রতিরক্ষা মন্ত্রক। গত ১১ মার্চ ইছাপুর অর্ডন্যান্স ফ্যাক্টরির মেটাল অ্যান্ড স্টিল প্ল্যান্টে একটি বিস্ফোরণ হয়। দুপুর নাগাদ ২০ টন ফার্নেসে বিস্ফোরণ ঘটে। জখম হন ৯ জন। গুরুতর আহত ফাল্গুনি ব্যানার্জি ও বাবলু মজুমদারকে সেনার কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানেই দুজনের মৃত্যু হয়। বাকি ৭ জনের শরীরে অল্পবিস্তর আঘাত থাকলেও, তাঁরা বিপদমুক্ত।
আরও পড়ুন নৈহাটির ব্যানার্জিপাড়ায় কিশোরকে ছাদ থেকে ধাক্কা মারার অভিযোগ
তাঁদের চিকিত্সার পর ছেড়েও দেওয়া হয়েছে। কী কারণে এবং কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে সোমবার কমিটি গড়ে দেয় প্রতিরক্ষা মন্ত্রক। মৃত ফাল্গুনি ব্যানার্জি পলতার সেবাগ্রামের বাসিন্দা ছিলেন। বাবলু মজুমদারের বাড়ি ইছাপুরের কণ্ঠাধারে।
আরও পড়ুন কালিকাপ্রসাদের গাড়ির চালক গ্রেফতার