পরিত্যক্ত স্টিলের কন্টেনার ঘিরে বোমাতঙ্ক হাওড়া স্টেশনে

পরিত্যক্ত একটি স্টিলের কন্টেনার ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে হাওড়া স্টেশনে। ২৩ নম্বর প্ল্যাটফর্মের কাছে, হাওড়া স্টেশনে ঢোকার মুখে ওই কন্টেনারটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় লোকজনের। সেলোটেপ মোড়া অবস্থায় সেটি  পড়েছিল। খবর দেওয়া হয় আরপিএফকে।

Updated By: Aug 28, 2014, 07:27 PM IST
পরিত্যক্ত স্টিলের কন্টেনার ঘিরে বোমাতঙ্ক হাওড়া স্টেশনে

ওয়েব ডেস্ক: পরিত্যক্ত একটি স্টিলের কন্টেনার ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে হাওড়া স্টেশনে। ২৩ নম্বর প্ল্যাটফর্মের কাছে, হাওড়া স্টেশনে ঢোকার মুখে ওই কন্টেনারটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় লোকজনের। সেলোটেপ মোড়া অবস্থায় সেটি  পড়েছিল। খবর দেওয়া হয় আরপিএফকে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কন্টেনারটি একটি বিস্ফোরক নিরোধক জ্যাকেট দিয়ে ঘিরে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ২৩ নম্বর প্ল্যাটফর্ম।  

ঘটনাস্থলে পৌছেছে সিআইডি-র বম্ব স্কোয়াড। মিনি রোবট অপরেটিং ভেহিক্যাল এনে সন্দেহজনক কন্টেনারটি তুলে আনা হয় একটি ফাঁকা জায়গায়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে ২৩ নম্বর প্ল্যাটফর্মের ক্যাবওয়ে। নিউ কমপ্লেক্সের সামনের রাস্তাও বন্ধ রাখা হয়েছে।

.