সরকারের কড়া সমালোচনায় বুদ্ধদেব ভট্টাচার্য

রাজ্যে শিক্ষাক্ষেত্রে চরম অরাজকতা চলছে বলে মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ হরিণাভিতে সিপিআইএমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলনে, কয়েক দিনের মধ্যেই রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Updated By: Jan 8, 2012, 06:17 PM IST

রাজ্যে শিক্ষাক্ষেত্রে চরম অরাজকতা চলছে বলে মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ হরিণাভিতে সিপিআইএমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলনে, কয়েক দিনের মধ্যেই রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এভাবে চললে রাজ্যে স্কুল-কলেজগুলো থাকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
সরকারের কৃষি নীতির কড়া সমালোচনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, চাষ করেও ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। সিপিএম পলিটব্যুরোর সদস্য বলেন, বামফ্রন্ট সরকারের আমলে এমন ঘটনা কখনও ঘটেনি।
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক বলে মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, রাজ্যের বর্তমান শিল্পনীতির ফলে যে নতুন করে শিল্প গড়া কঠিন হয়ে পড়ছে, তা বুঝতে পারছেন শিল্পপতিরা। তাঁর উদ্বেগ, শিল্পায়ন না-হলে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যত্‍ কী?

.