LIVE UDPATE: ফের বিস্ফোরণ বর্ধমানে, আহত ১

বিকেল ৪টে ৪৩: ফের বিস্ফোরণ বর্ধমানে।  বিস্ফোরণ মঙ্গলকোটের ভাটপাড়ায়। একটি বাড়িতে মজুত ছিল বোমা। সারানোর সময় বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিস। আহত হয়েছেন ১।  জঙ্গিযোগের সম্ভাবনা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Updated By: Oct 10, 2014, 05:13 PM IST
LIVE UDPATE: ফের বিস্ফোরণ বর্ধমানে, আহত ১

৫টা ১০:  বর্ধমানকাণ্ডে তদন্তে এন আই এ। নগরদায়রা আদালতে এনআইএ-র আবেদন। তল্লাসি ও বাজেয়াপ্ত করার অনুমতি চেয়ে আবেদন।

বিকেল ৪টে ৪৩: ফের বিস্ফোরণ বর্ধমানে।  বিস্ফোরণ মঙ্গলকোটের ভাটপাড়ায়। একটি বাড়িতে মজুত ছিল বোমা। সারানোর সময় বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিস। আহত হয়েছেন ১।  জঙ্গিযোগের সম্ভাবনা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

১২টা ৪০:  ভবানী ভবনে পৌঁছল এনআইএর দল। সি আই ডির কাছ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন তাঁরা। এরপর বর্ধমানকাণ্ডের তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

টা ৩০: কেতুগ্রাম থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিস। নথিপত্র না নিয়ে মোবাইল সিম বিক্রি করে তাঁরা। কাছরা থেকে গ্রেফতার ব্রজগোপাল মুখার্জি, দধিয়া থেকে গ্রেফতার আমিনুল শেখ। তাঁদের লাছ থেকে জঙ্গিরা সিম কিনেছিল বলে জানিয়েছে পুলিস।

১১টা ১৫: বর্ধমানকাণ্ডে এন আই এ তদন্তের পক্ষে সওয়াল করলেন রাজ্যপাল. "পশ্চিমবঙ্গ একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চল'. "এন আই এর তদন্তে প্রকৃত তথ্য উঠে আসবে'. সেই কারণেই এন আই এ তদন্তের পক্ষে সওয়াল রাজ্যপালের .

 

.