ভয়ের ভ্রূকুটি কাটিয়ে ভোট দেবেন নিহত সিপিএম নেতা প্রদীপ তার স্ত্রী চিত্রলেখা
রাজ্যে পালাবদলের পর বর্ধমানের দেওয়ানদিঘিতে খুন হয়েছিলেন দুই সিপিএম নেতা প্রদীপ তা এবং কমল গায়েন। চার বছরে সেই হত্যামামলার শুনানি একচুলও এগোয়নি। অভিযোগ, এফআইআরে নাম আছে, এমন অভিযুক্তরা এলাকায় দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তবুও এবার ভোট দিতে যাবেন প্রয়াত প্রদীপ তা-র স্ত্রী চিত্রলেখা।
ওয়েব ডেস্ক: রাজ্যে পালাবদলের পর বর্ধমানের দেওয়ানদিঘিতে খুন হয়েছিলেন দুই সিপিএম নেতা প্রদীপ তা এবং কমল গায়েন। চার বছরে সেই হত্যামামলার শুনানি একচুলও এগোয়নি। অভিযোগ, এফআইআরে নাম আছে, এমন অভিযুক্তরা এলাকায় দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তবুও এবার ভোট দিতে যাবেন প্রয়াত প্রদীপ তা-র স্ত্রী চিত্রলেখা।
২২ ফেব্রুয়ারি, ২০১২: বর্ধমানের দেওয়ানদিঘি, ২ সিপিএম নেতা খুন
প্রদীপ তা এবং কমল গায়েন। বর্ধমানের এই দুই সিপিএম নেতাকে পিটিয়ে, থেঁতলে খুন করা হয়েছিল।চার বছর কেটে গেছে। এখনও দেওয়ানদিঘির বাড়িতেই থাকেন প্রদীপ তা-র স্ত্রী চিত্রলেখা। কেমন কেটেছে গত চার বছর? চিত্রলেখার দাবি, নিম্ন আদালতে এখনও প্রদীপ তা হত্যামামলার শুনানি শুরু হয়নি। আর অভিযুক্তরা? অভিযোগ, খুলে আম ঘুরে বেড়াচ্ছে তারা।গণতন্ত্রে আস্থা রাখেন। তাই এবারও ভোট দেবেন।