অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে পাললো কিশোর

অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে এলো এক কিশোর। ঘটনা বর্ধমানের কালনার। গত ৬ এপ্রিল কালনায় একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে অপহৃত হয়েছিল অম্বিকা মহিষমর্দিনী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র হাসিবুল শেখ।

Updated By: Apr 9, 2012, 03:00 PM IST

অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে এলো এক কিশোর। ঘটনা বর্ধমানের কালনার। গত ৬ এপ্রিল কালনায় একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে অপহৃত হয়েছিল অম্বিকা মহিষমর্দিনী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র হাসিবুল শেখ।
পরদিন সকালে তার ঘুম ভাঙে বন্দি অবস্থায়। তবে সে জায়গা থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়ার সময়, অপহৃত কিশোর উপস্থিত বুদ্ধি কাজে লাগায়। বাথরুম যাওয়ার নাম করে সে পালিয়ে যায় হাওড়া স্টেশনে। সেখান থেকে ব্যান্ডেল হয়ে কালনা পৌঁছয় ওই কিশোর। এরপর থেকে অসুস্থ অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে ওই কিশোর। যদিও এ ঘটনা জানার পরও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাঁর পরিবারের।

.