হেলথ স্কিমে রয়েছে নাম, চিকিত্সার টাকা পাচ্ছেন না ক্যান্সার আক্রান্ত অবসর প্রাপ্ত সরকরারি কর্মী

Updated By: Mar 13, 2015, 04:46 PM IST
হেলথ স্কিমে রয়েছে নাম, চিকিত্সার টাকা পাচ্ছেন না ক্যান্সার আক্রান্ত অবসর প্রাপ্ত সরকরারি কর্মী

বিপর্যয় মোকাবিলা দফতরের অবসরপ্রাপ্ত কর্মী গৌতম সেনগুপ্ত। শরীরে বাসা বেধেছে দুরারোগ্য ক্যানসার। অভিযোগ, রাজ্য সরকারের হেল্থ স্কিমের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও চিকিত্সার খরচ বাবদ টাকা পাচ্ছেন না তিনি।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছেন অবসরপ্রাপ্ত এই আধিকারিক। মেখলিগঞ্জের সাবডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের পদ থেকে দুহাজার তেরোয় অবসর গ্রহণ করেন গৌতম সেনগুপ্ত। অবসরের পর  জলপাইগুড়ির কদমতলায় একটি আবাসনে সপরিবারে থাকেন তিনি। ২০১৪ সালে
ক্যানসার ধরা পড়লে চিকিত্সার জন্য চলে যান মুম্বইতে। অভিযোগ, রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতাধীন হয়েও মুম্বইতে চিকিত্সার খরচ বাবদ এক লক্ষ লব্বই হাজার নশো তিরাশি টাকা তিনি পাননি। টাকা না পেয়ে চিকিত্সা করাতে পারছেন না অবসরপ্রাপ্ত এই কর্মী।

ক্যানসার আক্রান্ত গৌতমবাবুর চিকিত্সার খরচ জোগাতে গিয়ে তলানিতে ঠেকেছে পরিবারের আর্থিক অবস্থা। টাকার অভাবে ঠিকমত চিকিত্সাও করানো যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাছে প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার আবেদন করেছেন গৌতমবাবুর স্ত্রী।

সরকারের বিভিন্ন মহলে তদ্বির করেও মেলেনি প্রাপ্য টাকা। তাই এখন মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে রয়েছে সেনগুপ্ত পরিবার।

 

.