জামুরিয়ায় যাত্রীসমেত গাড়ি পুকুরে, মৃত ৩
আসানসোলের জামুরিয়ায় যাত্রীসমেত গাড়ি পুকুরে। মৃত্যু হল তিন জনের। আহত আরও তিন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় এই দুর্ঘটনা।
![জামুরিয়ায় যাত্রীসমেত গাড়ি পুকুরে, মৃত ৩ জামুরিয়ায় যাত্রীসমেত গাড়ি পুকুরে, মৃত ৩](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/07/75302-car-in-pond-009.jpg)
ওয়েব ডেস্ক : আসানসোলের জামুরিয়ায় যাত্রীসমেত গাড়ি পুকুরে। মৃত্যু হল তিন জনের। আহত আরও তিন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় এই দুর্ঘটনা।
জামুরিয়ার শিবডাঙা কালিয়াড়ি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা সকলেই জামুরিয়া বাজার এলাকার বাসিন্দা। অভিযোগ, কাছেই একটি রেস্তোরাঁয় মদ্যপান করে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে যাত্রীরা। তবে কিছুটা পথ যাওয়ার পরই, টাল সামলাতে না পেরে, গাড়ি উল্টে যায় রাস্তার পাশে একটি পুকুরে। পুলিস গিয়ে পরে গাড়িটি উদ্ধার করে। ছয় যাত্রীকে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে তিন জনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।
আরও পড়ুন, পুরী থেকে ফেরার পথে লাক্সারি বাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪