এখনও খোঁজ নেই নিখোঁজ সাংবাদিক চয়নের, আলিপুরদুয়ারে চলছে বনধ

Updated By: Aug 4, 2015, 03:53 PM IST
এখনও খোঁজ নেই নিখোঁজ সাংবাদিক চয়নের, আলিপুরদুয়ারে চলছে বনধ

পেরিয়ে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও খোঁজ মিলল না আলিপুরদুয়ারের নিখোঁজ সাংবাদিক চয়ন সরকারের। সাংবাদিক নিগ্রহে  মূল অভিযুক্ত সমর ভট্টাচার্য এখনও অধরা। সাংবাদিক নিখোঁজকাণ্ডের প্রতিবাদে আজ আলিপুরদুয়ারে বনধ চলছে। বামফ্রন্ট এই বনধ-এর ডাক দেয় । সমর্থন দিয়েছে কংগ্রেস, বিজেপি, SUCI, ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বনধে স্তব্ধ শহরের বেশিরভাগ এলাকা। সাংবাদিক নিখোঁজকাণ্ডে গতকালই সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আজ সিআইডির এক প্রতিনিধি দল চয়ন সরকারের বাড়ি যায়। সিআইডি প্রতিনিধিরা চয়ন সরকারের পরিজনদের সঙ্গে কথা বলে। বিরোধীদের দাবি, শুধু তদন্ত নয়, রেজাল্ট চাই। সলসলাবাড়ির কাছে মিলেছে ওই সাংবাদিকের বাইক এবং ওয়ালেট। পরিবারের অভিযোগ, তাঁকে অপরহণ করা হয়েছে। প্রকাশিত সংবাদ পছন্দ না হওয়ায় গত মঙ্গলবার ওই সাংবাদিকের বাড়িতে হামলা চালায় তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি সমীর ভট্টাচার্য। সশস্ত্র অবস্থায় তিনি এসেছিলেন বলে অভিযোগ।

 

.