চিকিৎসা না করেই ফিরিয়ে দিল হাসপাতাল, রাস্তাতেই মৃত্যু শিশুর

চিকিত্সা না করে হাসপাতাল  ফিরিয়ে দেওয়ায় রাস্তাতেই মৃত্যু হল শিশুর। এমনই  অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুর স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে।

Updated By: Oct 20, 2014, 06:44 PM IST
চিকিৎসা না করেই ফিরিয়ে দিল হাসপাতাল, রাস্তাতেই মৃত্যু শিশুর

পূর্ব মেদিনীপুর: চিকিত্সা না করে হাসপাতাল  ফিরিয়ে দেওয়ায় রাস্তাতেই মৃত্যু হল শিশুর। এমনই  অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুর স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে।

দুবছরের সানিয়া খাতুন সকালে অসুস্থ বোধ করায় তাকে  প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্‍সক থাকলেও  চিকিত্‍সা না করেই ফিরিয়ে দেওয়া হয় শিশুটিকে। ফেরার পথে রাস্তাতেই মারা যায় শিশুটি। রাস্তার উপরেই মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। অভিযুক্ত চিকিত্‍সক দেবজ্যোতি শাসমল পলাতক। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েক মাস ধরেই পটাশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ রয়েছে ইনডোর। মাঝে-মধ্যেই থাকেন না চিকিত্‍সকরাও। ফলে  সময়মতো চিকিত্সা পাচ্ছেন না কয়েক লক্ষ মানুষ।  

.