কোচবিহারে খরা, চিন্তার ভাঁজ কৃষকের কপালে
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টির দেখা নেই কোচবিহারে। তৈরি হয়েছে খরা পরিস্থিতি। গত দেড়মাসে কার্যত একফোঁটা বৃষ্টি হয়নি উত্তরবঙ্গের এই জেলায়। আমন ধান চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। জলের অভাবে পাট পচানো যাচ্ছে না।
কোচবিহার: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টির দেখা নেই কোচবিহারে। তৈরি হয়েছে খরা পরিস্থিতি। গত দেড়মাসে কার্যত একফোঁটা বৃষ্টি হয়নি উত্তরবঙ্গের এই জেলায়। আমন ধান চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। জলের অভাবে পাট পচানো যাচ্ছে না।
এজন্য বহু কৃষক জমি থেকে পাট কাটেননি। এমন আবহাওয়া চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার নেবে বলে জানিয়েছেন জেলার কৃষি আধিকারিকরা। তাঁদের দাবি, পর্যাপ্ত সেচ ও জলের যোগানের জন্য সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছেন তাঁরা। যদিও সরকারের তরফ থেকে কোনও সাহায্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। এই খরা পরিস্থিতি কীভাবে কাটিয়ে উঠবেন, তা নিয়ে চিন্তায় কৃষকরা।