সিঙ্গুরে অভিষেকের গাড়ি দূর্ঘটনার তদন্তে CID, কীভাবে ঘটল দূর্ঘটনা?

Updated By: Oct 18, 2016, 06:25 PM IST
সিঙ্গুরে অভিষেকের গাড়ি দূর্ঘটনার তদন্তে CID, কীভাবে ঘটল দূর্ঘটনা?

ওয়েব ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দূর্ঘটনায় তদন্ত শুরু করল CID। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সিঙ্গুরে CID-র একটি দল। 

কীভাবে ঘটল দূর্ঘটনা?

পাশের সার্ভিস রোড থেকে একটি ব্রেক ডাউন ভ্যান উঠে আসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। ব্রেক ডাউন ভ্যানকে কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। পিছনে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়িটি এসে সজোরে ধাক্কা মারে ব্রেক ডাউন ভ্যানটিতে। সেই গাড়ি আচমকা গতি কমিয়ে দেয় ব্রেক ডাউন ভ্যানটি। দুর্ঘটনা এড়াতে সজোরে ব্রেক কষে ব্রেক ডাউন ভ্যানের পিছনে থাকা গাড়িটি। ওই গাড়িতে ছিলেন তৃণমূল নেতা মানস ভূঁইঞা। মানসের গাড়িতে ধাক্কা মারে ঠিক পিছনে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটি। দুর্ঘটনার জেরে একটি গাড়ি উল্টে যায়। অন্য গাড়িটি দুমরে মুচরে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আহত তাঁর সঙ্গী নিরাপত্তারক্ষী সব বেশ কয়েকজন আহত হয়েছেন। 

আরও পড়ুন- দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভর্তি বেলভিউতে

.