ওয়েব ডেস্ক: বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে জখম ৩ পুলিস কর্মী। দুপক্ষের সংঘর্ষে ৩জন তৃণমূল কর্মীও জখম হন। তৃণমূলের জাকির ও বাবুকোটাল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দীর্ঘদিনের। জাকির গোষ্ঠীর অভিযোগ, গতকাল তাদের ওপর হামলা চালায় বাবুকোটাল গোষ্ঠীর লোকজন। রড,আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয় তাদের ওপর। সংঘর্ষে ৪ তৃণমূল কর্মী গুরুতর জখম হন।পরিস্থিতি সামাল দিতে  এসে আক্রান্ত হয় পুলিসও। ঘটনায় ৩ পুলিস কর্মী জখম হন। আহতদের বিষ্ণপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলায় মৃত্যু কাঠ ব্যবসায়ীর


অন্যদিকে, ভরদুপুরে রাস্তার মধ্যেই বেধড়ক মার স্বামীকে। তাঁকে বাঁচাতে গেলে, স্ত্রীকেও রাস্তায় ফেলে মার। ডান চোখে সজোরে ঘুসি। একের পর এক, কিল-চড়-থাপ্পর। সবটাই ঘটল কারণ, স্ত্রীকে কটূক্তি-তাঁর সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করেছিলেন স্বামী। তাই দুষ্কৃতীদের হাতে জুটল এমন মারধর। এই অভিযোগে পুলিসের দ্বারস্থ সোনারপুরের নরেন্দ্রপুরের এক দম্পতি। ঘটনাটি ঘটে গত রবিবার। দুষ্কৃতীরা ফোন করে তাদের দলবলকেও ডেকে নেয় বলে অভিযোগ। চলে চূড়ান্ত হেনস্থা। এখানেই শেষ না। অভিযোগ, ঘটনার পর রবিবার রাতে বাড়ি বয়ে এসেও হুমকি দিয়ে যায় ওই দুষ্কৃতীরা। পুলিসের কাছে গেলে দেখে নেওয়া হবে। বলে যায় তারা। সেই হুমকি উপেক্ষা করেই অবশ্য পুলিসের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত দম্পতি। স্থানীয়দের বক্তব্যেও উঠে আসছে, এলাকায় সমাজবিরোধীদলের তাণ্ডবের অভিযোগ। নাম উঠছে, শাহেনশা ও আনোয়ার গোষ্ঠীর। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এঘটনায়।


আরও পড়ুন পার্থিবের সামনেই ডাবল সেঞ্চুরি করে দলকে জেতালেন ঋদ্ধিমান সাহা