ওয়েব ডেস্ক : জেলায় জেলায় সংঘর্ষ। আজও অশান্ত কলেজ ক্যাম্পাস। মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে ধুন্ধুমার শ্রীরামপুর গার্লস ও বীরপাড়া কলেজে। এ ছবি বদলালো না। মনোনয়ন ঘিরে বুধবারও ধুন্ধুমারকাণ্ড শ্রীরামপুর গার্লস কলেজে। আজও অশান্ত ক্যাম্পাস।
TMCP-DSO সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রক্তাক্ত শিক্ষাঙ্গন! মনোনয়ন জমা ও তোলা নিয়ে TMCP-SFI সংঘর্ষ, চলল পুলিসের লাঠি


মনোনয়ন জমা দেওয়া ঘিরে তিনদিন ধরেই উত্তাল শ্রীরামপুর গার্লস কলেজ। আজ পুলিসের সামনেই বেধে গেল ধুন্ধুমার। হাতাহাতিতে জড়াল TMCP-DSO। DSO কর্মীদের অভিযোগ, বহিরাগতদের সঙ্গে নিয়ে তাদের কলেজে ঢুকতে বাধা দেয় TMCP। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদ। মনোনয়ন জমা বাধা পেয়ে SDO অফিসের সামনে বিক্ষোভ দেখান DSO সমর্থকেরা।


অন্যদিকে, মনোনয়ন জমা দেওয়ার প্রথমদিনেই অশান্ত আলিপুরদুয়ারের বীরপাড়া কলেজও। হাতাহাতিতে জড়ায় ABVP ও TMCP সমর্থকরা। কলেজের বাইরে ভিড় জমায় দু'পক্ষের বহিরাগতরা। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার গাড়িতে চলে ভাঙচুর। পাল্টা ভাঙচুর হয় TMCP-র গাড়িতেও। দু'পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। গোলমালের জেরে বিকেলেও পর লঙ্কাপাড়া ভুটানগেট অবরোধ করে ABVP কর্মীরা।