ঢোলাহাটে আজও থমথমে পরিস্থিতি
গতকাল, রবিবার বিক্ষোভের আগুনে পুড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট। আজও সেখানে থমথমে পরিস্থিতি। রাতেই গুলিবিদ্ধ এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। বিক্ষোভকারীদের দাবি, পুলিসের গুলিতেই মারা গেছেন ওই ব্যক্তি। যদিও, পুলিস সেকথা মানছে না। এক ব্যবসায়ীর খুনকে কেন্দ্র করে রবিবার অশান্ত হয় এলাকা।
ওয়েব ডেস্ক: গতকাল, রবিবার বিক্ষোভের আগুনে পুড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট। আজও সেখানে থমথমে পরিস্থিতি। রাতেই গুলিবিদ্ধ এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। বিক্ষোভকারীদের দাবি, পুলিসের গুলিতেই মারা গেছেন ওই ব্যক্তি। যদিও, পুলিস সেকথা মানছে না। এক ব্যবসায়ীর খুনকে কেন্দ্র করে রবিবার অশান্ত হয় এলাকা।
আরও পড়ুন- পুলিসের হাতে কোদাল বেলচা!
স্থানীয় থানায় বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা। পুলিসের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন তাঁরা। তারপরেই পুলিস গুলি চালায় বলে অভিযোগ। পুলিসের দাবি, জনতার ছোড়া ইটে তাদের আট কর্মী আহত হয়েছেন। মোট পঞ্চাশজনকে গ্রেফতার করেছে পুলিস। এলাকার পরিস্থিতি এখনও বেশ থমথমে।