সবংকাণ্ডে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া এবার বিধানসভায়

সবংকাণ্ড ঘিরে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া এবার বিধানসভায়। সবংকাণ্ডে নিয়ে আন্দোলন কর্মসূচির দিনেই বিধানসভায় অনুপস্থিত মুর্শিদাবাদের ১১জন কংগ্রেস বিধায়ক। সবং কলেজে ছাত্র পরিষদ কর্মীর মৃত্যুর ঘটনার সুবিচার চেয়ে অনশন করছেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞা। এরই জেরে আজ বিধানসভা বয়কট করার কর্মসূচি নেয় কংগ্রেস পরিষদীয় দল। কিন্তু এদিনই মুর্শিদাবাদের এগারোজন কংগ্রেস বিধায়ক অধিবেশনে  অনুপস্থিতি থাকায় শুরু হয় গুঞ্জন।

Updated By: Sep 21, 2015, 06:23 PM IST

ওয়েব ডেস্ক: সবংকাণ্ড ঘিরে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া এবার বিধানসভায়। সবংকাণ্ডে নিয়ে আন্দোলন কর্মসূচির দিনেই বিধানসভায় অনুপস্থিত মুর্শিদাবাদের ১১জন কংগ্রেস বিধায়ক। সবং কলেজে ছাত্র পরিষদ কর্মীর মৃত্যুর ঘটনার সুবিচার চেয়ে অনশন করছেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞা। এরই জেরে আজ বিধানসভা বয়কট করার কর্মসূচি নেয় কংগ্রেস পরিষদীয় দল। কিন্তু এদিনই মুর্শিদাবাদের এগারোজন কংগ্রেস বিধায়ক অধিবেশনে  অনুপস্থিতি থাকায় শুরু হয় গুঞ্জন।

জানা গিয়েছে, অধীর চৌধুরী এদিন মুর্শিদাবাদে জরুরি বৈঠক ডাকায় ওই বিধায়করা অধিবেশনে আসতে পারেননি। ফলে কংগ্রেসে অধীর ও মানস শিবিরের দ্বন্দ্ব  আবার প্রকাশ্যে চলে এল।

এদিকে, কান্দিতে তৃণমূলের সভায় বন্দু নিয়ে নাচের ঘটনার কড়া নিন্দা করলেন কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী।

.