তোর্ষার ভাঙনে ভয়াবহ বিপদের মুখে কোচবিহার

Updated By: Aug 22, 2014, 09:53 AM IST
তোর্ষার ভাঙনে ভয়াবহ বিপদের মুখে কোচবিহার

কোচবিহারে ভয়াবহ চেহারা নিতে শুরু করেছে তোর্ষার ভাঙন। মূল নদী বাঁধটির অবস্থা শোচনীয়। সেটি ভেঙে পড়লে বড়সড় বিপদের মুখে পড়তে পারে কোচবিহার শহর।

ইতিমধ্যেই তোর্ষায় তলিয়ে গিয়েছে নদীপাড়ের বাইশটি বাড়ি।ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি। আর তার জেরেই প্লাবিত হয়েছিল কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। পরে নেমেছে  জল নেমেছে। আর তাতেই দেখা দিয়েছে নতুন বিপদ। বিপুল ভাঙন শুরু হয়েছে তোর্ষার পাড় সংলগ্ন এলাকাগুলিতে। তলিয়ে গিয়েছে বহু বাড়ি। ঘরবাড়ি হারিয়ে কার্যত খোলা আকাশের নীচে দাঁড়িয়েছে বহু পরিবার।

এদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে তোর্ষার মূল বাঁধটিও। কোচবিহার শহরের পশ্চিমদিকে এই বাঁধটি তৈরি হয়েছিল উনিশশো একান্ন সালে। এই বাঁধ ভেঙে পড়লে বড়সড় বিপদের মুখে পড়তে পারে কোচবিহার শহর।

 

.