জেলায় জেলায় জমে উঠেছে সিপিআইএম প্রার্থীদের ভোট প্রচার

জেলায় জেলায় জমে উঠছে ভোট প্রচার। জোর কদমে চলছে দেওয়াল লেখার কাজ। নেতা কর্মীদের নিয়ে চলছে বৈঠক। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে মিটিং মিছিল। অনেক প্রার্থী বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রচার শুরু করে দিয়েছেন। জঙ্গিপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মুজফফর হোসেন দিনভর ভোটের কাজে ব্যস্ত রইলেন। দলীয় বৈঠক শেষে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করলেন। বাড়ি বাড়ি গিয়েও প্রচারও শুরু করে দিলেন।

Updated By: Mar 7, 2014, 11:45 PM IST

জেলায় জেলায় জমে উঠছে ভোট প্রচার। জোর কদমে চলছে দেওয়াল লেখার কাজ। নেতা কর্মীদের নিয়ে চলছে বৈঠক। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে মিটিং মিছিল। অনেক প্রার্থী বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রচার শুরু করে দিয়েছেন। জঙ্গিপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মুজফফর হোসেন দিনভর ভোটের কাজে ব্যস্ত রইলেন। দলীয় বৈঠক শেষে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করলেন। বাড়ি বাড়ি গিয়েও প্রচারও শুরু করে দিলেন।

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সইদুল হকের প্রচারে গুরুত্ব পাচ্ছে সন্ত্রাস ও নারী নির্যাতন। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা চৌধুরী দলীয় কার্যালয়ে গিয়ে নেতা কর্মীদের নিয়ে বৈঠক করলেন। বৈঠকে ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী নুরে আলম চৌধুরী।

বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রামচন্দ্র ডোমের সমর্থনে মিছিল ও পথসভা হল মঙ্গলকোটের কৈচোরে।

জয়নগর লোকসভা কেন্দ্রে এবার আর জোট হয়নি তৃণমূল ও এসইউসিআইয়ের। দুই দলের মধ্যে এখন চলছে দেওয়াল দখলের প্রতিযোগিতা। দেওয়াল দখলে নেমে পড়েছে বামফ্রন্টও।

দমদমের নতুন বাজার অঞ্চল থেকে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। ঢাক , শঙ্খ বাজিয়ে রীতিমতো জমাটি প্রচারে নামলেন তিনি। নিজের প্রচারে দেওয়ালও লিখলেন।

নদীয়ার তেহট্টে প্রচারে গেলেন সিপিআইএম নেতা গৌতম দেব। বামপ্রার্থী শান্তনু ঝার পক্ষে প্রচার করলেন। ভোটারদের কাছে তাঁর আর্জি, বিজেপিকে কেউ যেন একটিও ভোট না দেন।

.