ফের বিধায়ক হারা বামেরা, শাসক দলে যোগ খণ্ডঘোষের বিধায়কের

সিপিএমে ভাঙন অব্যাহত। আরও এক বাম বিধায়ক শিবির বদল করে শাসক শিবিরে ভির বাড়ালেন। তৃণমূলে যোগ দিলেন বর্ধমানের খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ। আজ তৃণমূল ভবনে নবীনচন্দ্র বাগকে পাশে বসিয়ে একথা ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।  মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দিলেন  বলে খণ্ডঘোষের দলছুট বিধায়ক জানিয়েছেন। একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এদিন দুর্গাপুরে দলীয় স্তরে রদবদলের ঘোষণাও করেন।  অপূর্ব মুখোপাধ্যায়কে সরিয়ে উত্তম মুখার্জিকে  দুর্গাপুর জেলা তৃণমূলের সভাপতি করা হল। শারীরিক কারণেই অপূর্ববাবুকে অব্যাহতি দেওয়া হল বলে পার্থ চট্টোপাধ্যায় জানান।

Updated By: Nov 19, 2015, 05:14 PM IST
ফের বিধায়ক হারা বামেরা, শাসক দলে যোগ খণ্ডঘোষের বিধায়কের

ওয়েব ডেস্ক: সিপিএমে ভাঙন অব্যাহত। আরও এক বাম বিধায়ক শিবির বদল করে শাসক শিবিরে ভির বাড়ালেন। তৃণমূলে যোগ দিলেন বর্ধমানের খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ। আজ তৃণমূল ভবনে নবীনচন্দ্র বাগকে পাশে বসিয়ে একথা ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।  মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দিলেন  বলে খণ্ডঘোষের দলছুট বিধায়ক জানিয়েছেন। একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এদিন দুর্গাপুরে দলীয় স্তরে রদবদলের ঘোষণাও করেন।  অপূর্ব মুখোপাধ্যায়কে সরিয়ে উত্তম মুখার্জিকে  দুর্গাপুর জেলা তৃণমূলের সভাপতি করা হল। শারীরিক কারণেই অপূর্ববাবুকে অব্যাহতি দেওয়া হল বলে পার্থ চট্টোপাধ্যায় জানান।

খণ্ড ঘোষের বিধায়কের দল বদলের ঘটনায় এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ। নিচুর তলার তৃণমূল কর্মীরা কতটা সিপিএম বিধায়ককে আপন করে নেন, তারই ওপর নির্ভর করবে আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল। যদিও বিধায়ক হারিয়ে বামেরা যে যথেষ্টই দুর্বল হয়ে পড়ল সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এখন শাসক দলের ভাবনা শুধু 'মুকুল রায়ের নতুন দল'কে নিয়ে।

.