লাগাতার দল ছাড়ার হুমকি, মানসিক চাপে আত্মঘাতী হলেন সিপিআইএম সমর্থক
মানসিক চাপ সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন এক সিপিআইএম সমর্থক। গতকাল এই ঘটনাটি ঘটে হুগলির আরামবাগে। নিহতের নাম আব্বাস আলি। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে। যদিও নিহত আব্বাস আলিকে দলীয় কর্মী বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দক্ষ সংগঠক হয়ে ওঠাই কাল হল আরামবাগের সিপিআইএম সমর্থক আব্বাস আলির।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্থানীয় তৃণমূল নেতা নুরুল ইসলাম তাঁকে দল ছাড়ার জন্য লাগাতার হুমকি দিচ্ছিলেন। অভিযোগ, মানসিক চাপ সহ্য করতে না পেরে সোমবার গায়ে আগুন দেন আলি। পরে আরামবাগ মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। যদিও আব্বাস আলিকে নিজেদের সমর্থক হিসাবে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা শেখ আবদুল সেলিম। উল্টে ধৃত নুরুল ইসলামকে সিপিআইএম সমর্থক বলে দাবি করেছেন তিনি। অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিস।