ভাঙড় আন্দোলনের পাশে দাঁড়াতে সিপিআইএম-এর সমাবেশ

ভাঙড় আন্দোলনের পাশে দাঁড়াতে এবার সমাবেশের রাস্তায় সিপিআইএম। আন্দোলনের সমর্থনে আজ লাউহাটিতে সমাবেশের ডাক দেওয়া হয়। তবে নির্দিষ্টি জায়গায় সমাবেশের অনুমতি দেয়নি পুলিস। ফলে লাউহাটি মোড়েই পথসভা করার সিদ্ধান্ত নেন সিপিএম নেতারা। জমায়েতের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে লাউহাটি মোড়। এদিনের সমাবেশে হাজির ছিলেন গুলিতে নিহতদের পরিবারের সদস্যরা।

Updated By: Feb 2, 2017, 10:43 PM IST
ভাঙড় আন্দোলনের পাশে দাঁড়াতে সিপিআইএম-এর সমাবেশ
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: ভাঙড় আন্দোলনের পাশে দাঁড়াতে এবার সমাবেশের রাস্তায় সিপিআইএম। আন্দোলনের সমর্থনে আজ লাউহাটিতে সমাবেশের ডাক দেওয়া হয়। তবে নির্দিষ্টি জায়গায় সমাবেশের অনুমতি দেয়নি পুলিস। ফলে লাউহাটি মোড়েই পথসভা করার সিদ্ধান্ত নেন সিপিএম নেতারা। জমায়েতের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে লাউহাটি মোড়। এদিনের সমাবেশে হাজির ছিলেন গুলিতে নিহতদের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন- কালিম্পংয়ে যুবকের আকস্মিক মৃত্যু, রহস্য সমাধানের চেষ্টায় পুলিস

এদিকে, শোভন দরবারে এ বার ছেলে হাকিমুলকে পাঠালেন আরাবুল। কাল শোভন চট্টোপাধ্যায়ের বেহালার বাড়িতে যান ভাঙড়ের তৃণমূল কর্মীরা। আরাবুলের বিরুদ্ধে দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতির কাছে ক্ষোভ উগরে দেন তাঁরা। এরপর আজ ১০ জন অনুগামীকে নিয়ে পাল্টা কলকাতার মেয়রের বাড়িতে যান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। হাকিমুলের দাবি, ভাঙড়ে তাঁরাই আসল তৃণমূল। ভাঙড়ে শান্তি ফেরানই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- অবসরপ্রাপ্ত দমকলকর্মীর বাড়িতেই আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

.