হাওড়া স্টেশনে ক্রেন ভেঙে পড়ে বিপত্তি
হাওড়া স্টেশনে ক্রেন ভেঙে পড়ে বিপত্তি। আজ সকালে ব্যস্ত সময়ে, চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের শেডের ওপর ভেঙে পড়ে ক্রেনের ভারী ওই অংশ। প্ল্যাটফর্মের পাশে কাজ চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। সেই কাজেই ব্যবহার হচ্ছিল ক্রেনটি। আচমকা ক্রেনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। আহতও হন বেশ কয়েক জন। তবে তাঁদের কারোরই আঘাত গুরুতর নয়।
![হাওড়া স্টেশনে ক্রেন ভেঙে পড়ে বিপত্তি হাওড়া স্টেশনে ক্রেন ভেঙে পড়ে বিপত্তি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/09/62896-crain9-8-16.jpg)
ওয়েব ডেস্ক: হাওড়া স্টেশনে ক্রেন ভেঙে পড়ে বিপত্তি। আজ সকালে ব্যস্ত সময়ে, চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের শেডের ওপর ভেঙে পড়ে ক্রেনের ভারী ওই অংশ। প্ল্যাটফর্মের পাশে কাজ চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। সেই কাজেই ব্যবহার হচ্ছিল ক্রেনটি। আচমকা ক্রেনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। আহতও হন বেশ কয়েক জন। তবে তাঁদের কারোরই আঘাত গুরুতর নয়।
আরও পড়ুন ওই পাঁচটা গর্বের রিং আসলে 'শাক', যা দিয়ে ১০০ বছর মেয়েদের মানে 'মাছ' ঢেকে রাখা হয়েছে!
সেইসময় চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে কোনও ট্রেন ছিল না এবং এর জেরে যাত্রী সংখ্যা কম ছিল। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা সহ রেল এবং মেট্রোর শীর্ষ কর্তারা। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিভাগীয় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষও।
আরও পড়ুন পৌষমেলা কেন বন্ধ করা হবে না? হলফনামা দাবী গ্রিন ট্রাইব্যুনালের