একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বানিয়াপাড়ায়

মানুষ তো মানুষ, জঙ্গলের জন্তু জানোয়ারদেরও ছাড় নেই। পশুকে মেরেও যে টাকা রোজগার করা যায় অনেক। তাই বাঁচার অধিকার যেন কেবল মানুষেরই একার। তাতে যাক পরিবেশের ভারসাম্য গোল্লায়। বলার কারণ, একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল তিস্তার চরে বানিয়াপাড়া এলাকায়। স্থানীয় গ্রামবাসীরা চাষের ক্ষেতে কাজ করতে গিয়ে মৃতদেহটি দেখতে পান।

Updated By: Jan 1, 2017, 08:28 PM IST
একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বানিয়াপাড়ায়

ওয়েব ডেস্ক: মানুষ তো মানুষ, জঙ্গলের জন্তু জানোয়ারদেরও ছাড় নেই। পশুকে মেরেও যে টাকা রোজগার করা যায় অনেক। তাই বাঁচার অধিকার যেন কেবল মানুষেরই একার। তাতে যাক পরিবেশের ভারসাম্য গোল্লায়। বলার কারণ, একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল তিস্তার চরে বানিয়াপাড়া এলাকায়। স্থানীয় গ্রামবাসীরা চাষের ক্ষেতে কাজ করতে গিয়ে মৃতদেহটি দেখতে পান।

আরও পড়ুন নতুন বছরের প্রথম দিনটা কেমন কাটল বাঙালির?

খবর দেওয়া হয় বন দফতরে। পরে বনকর্মীরা গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। মৃত চিতাবাঘের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। কী ভাবে চিতাবাঘের মৃত্যু হল তা জানতে দেহের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  সোনারপুরে অটো-টোটো চালকদের সংঘর্ষ থামাতে লাঠি চালালো পুলিস

.