চিকিত্‍সার গাফিলতিতে প্রসূতির মৃত্যু

চিকিত্‍সার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ ঘিরে, উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি হাসপাতাল। মৃত জবা ভৌমিকের আলট্রাসাউন্ড রিপোর্টে কয়েকদিন আগেই ধরা পড়েছিল, তাঁর সন্তান মারা গিয়েছে। এরপরও মৃত শিশুকে মায়ের পেট থেকে বের করার কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। অথচ হাসপাতালেই ভর্তি ছিলেন ওই প্রসূতি। আজ সকালে তাঁর মৃত্যু হয়। চিকিত্‍সকের গাফিলতির অভিযোগ নিয়ে সরব মৃতের পরিবার। চরমে ওঠে উত্তেজনা। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে হাসপাতালে আসতে হয় পুলিসকে।

Updated By: May 22, 2015, 10:45 PM IST
চিকিত্‍সার গাফিলতিতে প্রসূতির মৃত্যু

ওয়েব ডেস্ক: চিকিত্‍সার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ ঘিরে, উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি হাসপাতাল। মৃত জবা ভৌমিকের আলট্রাসাউন্ড রিপোর্টে কয়েকদিন আগেই ধরা পড়েছিল, তাঁর সন্তান মারা গিয়েছে। এরপরও মৃত শিশুকে মায়ের পেট থেকে বের করার কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। অথচ হাসপাতালেই ভর্তি ছিলেন ওই প্রসূতি। আজ সকালে তাঁর মৃত্যু হয়। চিকিত্‍সকের গাফিলতির অভিযোগ নিয়ে সরব মৃতের পরিবার। চরমে ওঠে উত্তেজনা। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে হাসপাতালে আসতে হয় পুলিসকে।

ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন  শিলিগুড়ি হাসপাতালের সুপার। 

.