প্রশাসনের চেষ্টার পরেও অপুষ্টিতে মৃত্যু প্রৌঢ়ের
শেষরক্ষা হল না। প্রশাসনের চেষ্টার পরেও অপুষ্টিতে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম এককড়ি মাঝি। ঘটনাটি ঘটে বর্ধমান জেলার মঙ্গলকোটের বাউড়িপাড়ায়। গুরুতর অসুস্থ তাঁর স্ত্রী টুকু মাঝি।
ওয়েব ডেস্ক: শেষরক্ষা হল না। প্রশাসনের চেষ্টার পরেও অপুষ্টিতে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম এককড়ি মাঝি। ঘটনাটি ঘটে বর্ধমান জেলার মঙ্গলকোটের বাউড়িপাড়ায়। গুরুতর অসুস্থ তাঁর স্ত্রী টুকু মাঝি।
দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করতেন এই বৃদ্ধ দম্পতি। অন্য সংস্থানের নিশ্চয়তা না থাকায় কোনওদিন খাবার জুটত। আবার কোনও দিন জুটতো না। অপুষ্টির কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতেই ছিলেন ৬৭ বছরের এককড়ি মাঝি। খবর পেয়ে এ মাসের ৭ তারিখ তাঁকে দেখতে যান মঙ্গলকোটের বিডিও সুশান্ত মণ্ডল। সঙ্গে নিয়ে যান চিকিত্সক। সেসময় বৃদ্ধ দম্পতিকে প্রশাসনের তরফে সাময়িক সাহায্য করেন তিনি।
প্রৌঢের সরকারি চিকিত্সার পাশাপাশি আরও সাহায্যেরও প্রতিশ্রুতিও দিয়েছিলেন বিডিও। কিন্তু প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়ার পরেও বাঁচানো গেল না এককড়ি মাঝিকে। গতকাল বিকেলে মৃত্যু হয় তাঁর। আজ তাঁর শেষকৃত্য।