রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন কালনার শিক্ষক দেবাশিস নাগ

আদর্শ শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন কালনার সমুদ্রগড় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস নাগ। তাঁর কৃতিত্বের বৃত্তে জায়গা করে নিয়ে নিয়েছে রয়েছে হাজারো ছাত্রছাত্রীর সাফল্যমণ্ডিত মুখ।

Updated By: Sep 3, 2012, 11:37 AM IST

আদর্শ শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন কালনার সমুদ্রগড় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস নাগ। তাঁর কৃতিত্বের বৃত্তে জায়গা করে নিয়ে নিয়েছে রয়েছে হাজারো ছাত্রছাত্রীর সাফল্যমণ্ডিত মুখ। দেবাশিসবাবু শুধু নিজের স্কুলের মধ্যে আবদ্ধ রাখেননি তাঁর শিক্ষা প্রসারের লড়াই। আর এখানেই তিনি আলাদা অন্যদের থেকে। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত করা হবে তাঁকে। 
ভবিষ্যত গড়ে তোলার কারিগর। এভাবেই পরিচিত কালনার দেবাশিস নাগ। সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। তবে সেই গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। স্কুলে কয়েক ঘণ্টা ছাত্রছাত্রীদের পড়ানো তাঁর কাছে শিক্ষাদানের আসল মানে নয়। তাঁর কর্মযজ্ঞের পরিধি আরও বিস্তৃত। আরও বিশাল। স্কুলছুট ছেলেমেয়েদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনা তাঁর কাছে চ্যালেঞ্জ। একাজে তাঁর সাফল্য যথেষ্টই সাড়া ফেলেছে জেলাজুড়ে। দুঃস্থ পরিবারের বহু পড়ুয়াকে নিজের বেতনের টাকা দিয়ে শিক্ষার আলো দেখিয়েছেন তিনি। তাঁর চেষ্টাকে কুর্ণীশ জানিয়ে গতবছর শিক্ষারত্ন সম্মান দেওয়া হয়েছিল তাঁকে। আর এবার দেবাশিসবাবুর ঝুলিতে আসতে চলেছে রাষ্ট্রপতি পুরস্কার।    
  
 শুধু শিক্ষাক্ষেত্রেই নিজের সামাজিক দায়িত্ব পালন করায় থেমে থাকেননি দেবাশিসবাবু। সমানতালে লড়াই চালাচ্ছেন পরিবেশ দূষণের বিরুদ্ধেও। সরব আর্সেনিক দূষণের বিরুদ্ধে। তাঁকে নিয়ে গর্বের শেষ নেই ছাত্রছাত্রীদের।      
 
 
শুধু সমুদ্রগড় উচ্চবিদ্যালয় নয়, দেবাশিসবাবুর সাফল্যে এখন আনন্দের জোয়ারে ভাসছে গোটা বর্ধমান জেলা।  
 

.