গোর্খাল্যান্ডের দাবিতে সভা মোর্চার

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আজ দার্জিলিংয়ের চক বাজারে সভা করতে চলেছে গোর্খা জন মুক্তি মোর্চা। তেলেঙ্গানা ইস্যুকে সামনে রেখে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে অন্তিম লড়াইয়ের ডাক দিয়েছিলেন মোর্চা নেতৃত্ব।

Updated By: Jan 20, 2013, 10:37 AM IST

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আজ দার্জিলিংয়ের চক বাজারে সভা করতে চলেছে গোর্খা জন মুক্তি মোর্চা। তেলেঙ্গানা ইস্যুকে সামনে রেখে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে অন্তিম লড়াইয়ের ডাক দিয়েছিলেন মোর্চা নেতৃত্ব।
আজকের সভা মঞ্চ থেকে এই হুমকিই ফের শোনা যেতে পারে বলে ধারনা। তবে সভায় সম্ভবত থাকছেন না মোর্চা সভাপতি বিমল গুরুং। বেলা এগারোটা থেকে চকবাজারে সভা শুরু হওয়ার কথা।

.