পাহাড়ের চিড় তেজ কমালো আন্দোলনের
অস্তিত্ব রক্ষায় পাহাড়ে এবার আরও আক্রমণাত্মক মোর্চা। পাঁচদিন নয়, ঘরের ভিতর জনতা আন্দোলন একদিন করার সিদ্ধান্ত হয়েছে আজকের সর্বদলীয় বৈঠকে। ১৯ থেকে ২৩-এর পরিবর্তে শুধুমাত্র ১৯ অগাস্ট ঘরের ভিতরে জনতা আন্দোলন হবে। ২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত জনতা রাস্তায় নেমে গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল করবে। ২৭ ও ২৮ তারিখ দিল্লিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সোনিয়া গান্ধী ও বিরোধী দলের নেতার কাছে ফ্যাক্সবার্তা পাঠাবেন পাহাড়ের মানুষ। সর্বদল বৈঠক শেষে আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির চেয়ারম্যান ইনোস প্রধান।
অস্তিত্ব রক্ষায় পাহাড়ে এবার আরও আক্রমণাত্মক মোর্চা। পাঁচদিন নয়, ঘরের ভিতর জনতা আন্দোলন একদিন করার সিদ্ধান্ত হয়েছে আজকের সর্বদলীয় বৈঠকে। ১৯ থেকে ২৩-এর পরিবর্তে শুধুমাত্র ১৯ অগাস্ট ঘরের ভিতরে জনতা আন্দোলন হবে। ২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত জনতা রাস্তায় নেমে গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল করবে। ২৭ ও ২৮ তারিখ দিল্লিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সোনিয়া গান্ধী ও বিরোধী দলের নেতার কাছে ফ্যাক্সবার্তা পাঠাবেন পাহাড়ের মানুষ। সর্বদল বৈঠক শেষে আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির চেয়ারম্যান ইনোস প্রধান।
গোর্খাল্যান্ডের দাবিতে গড়া যৌথ মঞ্চে ইতিমধ্যেই চিড় ধরেছে। গতকালই গোর্খা লিগ জানিয়ে দিয়েছে, জিটিএ না ছাড়লে মোর্চার পাশে নেই তারা। এই পরিস্থিতিতে আজকের সর্বদল বৈঠকে যোগ দেয়নি গোর্খা লিগ। দলীয় প্রতিনিধির অসুস্থতার কারণ দেখিয়ে যোগ দেয়নি গোর্খাল্যান্ড রাষ্ট্রীয় নির্মাণ মোর্চাও। সবমিলিয়ে আজকের সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছে ৮টি রাজনৈতিক দল। সিংমারিতে মোর্চার সদর কার্যালয়ে হচ্ছে আজকের সর্বদল বৈঠক। সিংমারিতে মোর্চার দফতরের বাইরে আজ রুট মার্চ করল সিআরপিএফ।