গেদে ধর্ষণকাণ্ডে মৃত্যুদণ্ডে মৃত্যুদণ্ডের সাজা
গেদেয় স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিমল সর্দারের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। ১৫ জনের সাক্ষ্যগ্রহণের পর গতকালই ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাটের অভিযোগে বিমল সর্দারকে দোষী সাব্যস্ত করেছিল কৃষ্ণনগর জেলা আদালত।
গেদেয় স্কুলছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিমল সর্দারের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। ১৫ জনের সাক্ষ্যগ্রহণের পর গতকালই ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাটের অভিযোগে বিমল সর্দারকে দোষী সাব্যস্ত করেছিল কৃষ্ণনগর জেলা আদালত।
২০১৩-র ১০ জুন বাংলাদেশ সীমান্ত লাগোয়া গেদের উত্তরপাড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে প্রথমে ধর্ষণ ও পরে খুন করে অভিযুক্ত। শেষপর্যন্ত বাঁশবাগানে তার দেহ লুকিয়ে ফেলা হয়। দেহ উদ্ধারের পর জেরায় বিমল জানায় তার আরও দুই সঙ্গী ধর্ষণে জড়িত ছিল। তবে, বাকি দুজনের বিরুদ্ধে কোনও প্রমাণ না মেলায় তাদের ছেড়ে দেওয়া হয়।কামদুনির ঘটনার ঠিক তিনদিন পর গেদের ধর্ষণ ও খুনের ঘটনায় শেষপর্যন্ত মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল আদালত।