তৃণমূলের হামলা জারি জেলায় জেলায়

ক্ষমতায় আসার পরেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর লাগাতার হামলার ঘটনায় কাঠগড়ায় উঠেছে তৃণমূল সরকার। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে দলতন্ত্রের অভিযোগেও আঙুল উঠেছে দলীর নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের রাজ্যের বিভিন্ন জেলায় সিপিআইএম কর্মী থেকে শিক্ষকদের হেনস্থার অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

Updated By: May 3, 2012, 09:22 PM IST

ক্ষমতায় আসার পরেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর লাগাতার হামলার ঘটনায় কাঠগড়ায় উঠেছে তৃণমূল সরকার। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে দলতন্ত্রের অভিযোগেও আঙুল উঠেছে দলীর নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের রাজ্যের বিভিন্ন জেলায় সিপিআইএম কর্মী থেকে শিক্ষকদের হেনস্থার অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বারুইপুরের রামনগরে ফের সিপিআইএমের জমায়েতে হামলার অভিযোগে কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও একশো দিন কাজের দাবিতে এদিন তৃণমূল পরিচালিত ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি জমা দেওয়া হয় সিপিআইএমের তরফে। অভিযোগ, সেই কর্মসূচী বানচাল করতেই সিপিআইএমের জমায়েতের ওপর আচমকা হামলা চালায় স্থানীয় তৃণমূল কর্মীসমর্থকেরা। হামলার জেরে গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে জেলার সিপিআইএম জোনাল কমিটির সদস্য সহ আরও চারজন দলীয় কর্মীকে। সেখানে তাদের দেখতে গিয়েছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।

নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লকে জনপ্রতিনিধির কথা না-শোনার অভিযোগে রীতিমতো গলাধাক্কা দেওয়া হল গৌরীসাইল আনন্দপুর স্কুলের প্রধান শিক্ষককে। পাশাপাশি প্রধানশিক্ষক অসিত বসুকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ব্লকস্তরের তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য তারক সরকারের বিরুদ্ধে।  অভিযোগ, বুধবার সন্ধেবেলা প্রধানশিক্ষকের ওপর দলবল নিয়ে চড়াও হয় তারক সরকার। ইতিমধ্যেই তারক সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন আক্রান্ত প্রধানশিক্ষক।  
পৃথক একটি ঘটনায় শিক্ষক হেনস্থার অভিযোগ উঠেছে বর্ধমানের ভাতারের তৃণমূল সমর্থকদের বিরুদ্ধেও। অভিযোগ, মে দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে বৃহস্পতিবার স্থানীয় একটি স্কুলের দুই শিক্ষককে রীতিমতো হেনস্থা করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  
 

Tags:
.