১ হাজার টাকা চাঁদা না দেওয়ায় মদ্যপ যুবকদের হাতে প্রহৃত শিক্ষক

শিক্ষক পিছু একহাজার টাকা চাঁদা। এমনটাই ফতোয়া স্থানীয় যুবকদের। চাঁদা না দিলে তার ফল ভোগার হুঁশিয়ারিও জুটেছে।  চাঁদা সময়ে না মেলায় জুটল মারধর। পূর্ব মেদিনীপুরের কাঁথির নয়াপুটের ঘটনা। শিক্ষকদের অভিযোগ, বলরাম মাইতি বাড় হাই স্কুলের পাশেই নয়াপুট গ্রামের কিছু যুবক কয়েকদিন আগেই পুজোর নামে হাজার টাকার চাঁদা দেওয়ার ফতোয়া  ঘোষণা করে।  চাঁদা দিতে অস্বীকার করায় শিক্ষকদের ওপর চড়াও হয় মদ্যপ যুবকরা। চলে মারধর।   ঘটনার প্রতিবাদে গতকাল রাতে পথ অবরোধ করেন শিক্ষকরা।  কাঁথি থানায় অভিযোগও দায়ের করেছেন শিক্ষকরা। আহত শিক্ষককে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে আজ গ্রামে তল্লাসি চালায় পুলিস। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

Updated By: Feb 5, 2016, 12:43 PM IST
১ হাজার টাকা চাঁদা না দেওয়ায় মদ্যপ যুবকদের হাতে প্রহৃত  শিক্ষক

ওয়েব ডেস্ক: শিক্ষক পিছু একহাজার টাকা চাঁদা। এমনটাই ফতোয়া স্থানীয় যুবকদের। চাঁদা না দিলে তার ফল ভোগার হুঁশিয়ারিও জুটেছে।  চাঁদা সময়ে না মেলায় জুটল মারধর। পূর্ব মেদিনীপুরের কাঁথির নয়াপুটের ঘটনা। শিক্ষকদের অভিযোগ, বলরাম মাইতি বাড় হাই স্কুলের পাশেই নয়াপুট গ্রামের কিছু যুবক কয়েকদিন আগেই পুজোর নামে হাজার টাকার চাঁদা দেওয়ার ফতোয়া  ঘোষণা করে।  চাঁদা দিতে অস্বীকার করায় শিক্ষকদের ওপর চড়াও হয় মদ্যপ যুবকরা। চলে মারধর।   ঘটনার প্রতিবাদে গতকাল রাতে পথ অবরোধ করেন শিক্ষকরা।  কাঁথি থানায় অভিযোগও দায়ের করেছেন শিক্ষকরা। আহত শিক্ষককে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে আজ গ্রামে তল্লাসি চালায় পুলিস। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

 

.