জমজমাট বাঁকুড়া জেলার পুজো

সোনামুখি মনোহরতলা সর্বজনীনের এবারের থিম ডিঙা ভাসাও। নৌকার বিবর্তনকেই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জার মাধ্যমে।

Updated By: Oct 3, 2011, 02:22 PM IST

সোনামুখি মনোহরতলা সর্বজনীনের এবারের থিম ডিঙা ভাসাও। নৌকার বিবর্তনকেই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জার মাধ্যমে। প্রতিমা সাবেকি। পুজোর চারদিনই মণ্ডপে থাকছে ছৌ-নাচ, রণপা নাচ থেকে বাউল গানের আসর।
লালবাজার সার্বজনীনের দুর্গাপুজো এবারের থিম কম্বোডিয়া। কম্বোডিয়ার স্থাপত্যশৈলিকে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। প্রতিমাতেও বৈচিত্র্য রয়েছে।
মধ্য কেন্দুয়াডিহি আদি সার্বজনীনের পুজোর থিম সেকাল এবং একাল। থিমের সঙ্গেই সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে প্রতিমা।
দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে রবীন্দ্র সরণী সর্বজনীনের । প্রতিমাতেও অভিনবত্ব আনার চেষ্টা করেছেন উদ্যোক্তারা।
সাদামাটা মন্দির। তবে মন্দিরের গায়ে থার্মোকলের সুক্ষ্ম কারুকার্য দেখতে আসতেই হবে কাঠজুড়িডাঙা সর্বজনীনের পুজো মণ্ডপে। প্রতিমা সাবেকি।
দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন নতুনচটি সর্বজনীনের সদস্যরা। প্রতিমাতেও অভিনবত্বের ছোঁয়া।  
পুয়াবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে উঠে এসেছে মিশরের পিরামিড। পিরামিড়ের আদলেই গড়া হয়েছে মণ্ডপ। প্রতিমাতেও মিশরীয় শিল্প অনুসৃত।
কমরার মাঠ সিনেমা রোড সার্বজনীন দুর্গোত্সবে বৃটিশ স্থাপত্যের শিল্পরীতি তুলে ধরা হয়েছে। প্রতিমা এখানে সাবেকি।

.