ওয়েব ডেস্ক: আতঙ্ক ছড়িয়ে পড়ছিল, আর জল ছাড়লে, তখন পার্শবর্তী অঞ্চল এবং জেলাগুলোর কী হবে। অবশেষে জল ছাড়ার পরিমাণ কমাল দুর্গাপুর ব্যারেজ। গতকাল দুর্গাপুর ব্যারেজ থেকে এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। সেখান থেকে আজ জল ছাড়ার পরিমাণ এক লক্ষ কিউসেকে নামিয়ে আনা হয়েছে। বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন জানিয়েছেন, ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ কমেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রিও-র হল সারা, টোকিও-র হল শুরু


তাই দুর্গাপুর ব্যারাজ থেকে কম পরিমাণে জল ছাড়া হচ্ছে। এটা ভালো লক্ষণ। যদি বৃষ্টি আর না হয়, তাহলে ভালোই। যদিও বর্ধমান জেলার রায়না ও জামালপুর ব্লকে সতর্কতা জারি রয়েছে।


আরও পড়ুন  রিওতে নিজের জেতা পদক ছুঁড়ে দিলেন সিমোন বাইলস!