হঠাত্ করেই যেন কেঁপে উঠল!

কিছু বোঝার আগেই তাড়া করল আতঙ্ক। হঠাত্ করেই যেন একটা দুলুনি। কেঁপে উঠল চারপাশ। ভূমিকম্প!

Updated By: Apr 5, 2016, 03:51 PM IST

কলকাতা : কিছু বোঝার আগেই তাড়া করল আতঙ্ক। হঠাত্ করেই যেন একটা দুলুনি। কেঁপে উঠল চারপাশ। ভূমিকম্প!

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, মালদার বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়। তবে রিখটার স্কেলে কম্পন তীব্রতা বেশি ছিল না। ভূমিকম্পের তীব্রতা রেকর্ড হয়েছে ৫.০। কোনও হতাহতেরও খবর নেই।
যদিও আতঙ্ক গ্রাস করে মানুষকে। রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায় লোকজনকে।

এর আগে নেপাল ভূমিকম্পের সময় কেঁপে উঠেছিল উত্তরবঙ্গও। সেই সময় প্রাণহানির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় বেশকিছু বাড়ি ও রাস্তাঘাট। তারপরেও বেশ কয়েকবার আফটার শকে কেঁপেছিল উত্তরবঙ্গ।

.