সিলিন্ডারে প্রচার চালিয়ে ভোটেরর রান্নাঘরে ধোকার প্রয়াস কমিশনের

নির্ভয়ে ভোট দিতে আসুন।এর আগে ভোটারদের নানাভাবে সচেতন করেছে নির্বাচন কমিশন। কিন্তু এবার অভিনব উদ্যোগ , বাড়িতে বাড়িতে কমিশনের এই বার্তা পৌছে যাবে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে।

Updated By: Mar 23, 2014, 08:21 PM IST

নির্ভয়ে ভোট দিতে আসুন।এর আগে ভোটারদের নানাভাবে সচেতন করেছে নির্বাচন কমিশন। কিন্তু এবার অভিনব উদ্যোগ , বাড়িতে বাড়িতে কমিশনের এই বার্তা পৌছে যাবে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে।

সিলিন্ডারের উপর সাঁটানো কমিশনের এই বার্তা পাবেন গ্রাহকরা। প্রথম দফায় নির্বাচনের জন্য ইতিমধ্যেই এই স্লিপ দেওয়া গ্যাস সিলিন্ডার পৌছে গেছে কোচবিহারে বেশ কিছু গ্রাহকের বাড়িতে।

.