হাওড়ার প্রচারে বুদ্ধদেবের কাঠগড়ায় মমতা, সঙ্গে বিজেপিও

তৃণমূল- বিজেপি জোট হচ্ছেই। সেই কারণেই হাওড়া লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণার পরও ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছে বিজেপি। হাওড়ার বামফ্রন্ট প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের প্রচারে আয়োজিত জনসভায় এমনই দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিটফান্ড থেকে কৃষক আত্মহত্যা, সব বিষয়েই বর্তমান রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Updated By: May 26, 2013, 08:29 PM IST

তৃণমূল- বিজেপি জোট হচ্ছেই। সেই কারণেই হাওড়া লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণার পরও ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছে বিজেপি। হাওড়ার বামফ্রন্ট প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের প্রচারে আয়োজিত জনসভায় এমনই দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিটফান্ড থেকে কৃষক আত্মহত্যা, সব বিষয়েই বর্তমান রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
হাওড়া লোকসভা উপনির্বাচনে বিজেপি-র প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্তের পর থেকেই জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। রবিবার সেই জল্পনাকে আরও একটু উস্কে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাওড়ার বামপ্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের প্রচারে আয়োজিত জনসভা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘোষণা, আগামীদিনে তৃণমূল -বিজেপি জোট হচ্ছেই।
কৃষি থেকে শিল্প  সবক্ষেত্রেই রাজ্যের বতর্মান সরকারকে তুলোধোনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিটফান্ড কেলেঙ্কারির জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বুদ্ধবাবু। উত্তরসূরীর প্রতি প্রাক্তনের পরামর্শ আগে প্রশাসক হন।

.