নবদ্বীপে পাট্টা থেকে বেদখল হচ্ছেন কৃষকরা

কৃষকদের থেকে জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল নবদ্বীপ পুরসভার বিরুদ্ধে। নবদ্বীপের কালিয়াদহ গ্রামের কৃষকদের অভিযোগ, জমির দলিল,পাট্টা থাকা সত্বেও জোর করে, হুমকি দিয়ে জমি দখলের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত নবদ্বীপ পুরসভা। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

Updated By: Jan 26, 2013, 12:17 PM IST

কৃষকদের থেকে জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল নবদ্বীপ পুরসভার বিরুদ্ধে। নবদ্বীপের কালিয়াদহ গ্রামের কৃষকদের অভিযোগ, জমির দলিল,পাট্টা থাকা সত্বেও জোর করে, হুমকি দিয়ে জমি দখলের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত নবদ্বীপ পুরসভা। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
নদীয়ার মায়াপুরের কালিয়াদহ গ্রাম। কয়েকশো কৃষক পরিবারের বাস এখানে। কৃষকদের অভিযোগ দীর্ঘদিন ধরে যে জমি চাষ করে আসছেন তাঁরা সেই জমিই দখল নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত নবদ্বীপ পুরসভা।
 
জমির দলিল আছে।  ক্ষেতমজুরদের দাবি বাম আমলে যে জমির পাট্টা দেওয়া হয়েছিল সেই জমিতেই গত ৩০ বছরেরও বেশি সময় চাষ করছেন তাঁরা। জমি গেলে অর্থাভাবে আত্মহত্যার পথই বেছে নিতে হবে বলে জানিয়েছেন কৃষকরা। কৃষকদের জমির লড়াইয়ে শরিক হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলিও। জমির লড়াইয়ে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কৃষকেরা।

.