দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের ক্যালোডিয়াম জুটমিলে অগ্নিকাণ্ড। আজ সকাল সকাল নটা নাগাদ সকালের শিফটে কাজ চলাকালীন আগুন লাগে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। পাটজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।
জুটমিলটিতে প্রায় ৬ হাজার শ্রমিক কাজ করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
English Title:
fire in budgebudge jute mill
Home Title:
বজবজের জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
No
16782
Is Blog?:
No
Section: