মালদায় বন্যা পরিস্থিতির অবনতি, বেশ কিছু গ্রামম প্লবিত
Updated By: Aug 18, 2014, 05:39 PM IST
বন্যা পরিস্থিতির আরও অবনতি হল মালদায়। নতুন করে বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। গঙ্গার জল না বাড়লেও ফুলহারের জল বাড়ছে।
রতুয়ার বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। মহানন্দাটোলা পঞ্চায়েতের রুইমারি, বিলাইমারি, সম্বলপুর-সহ বেশ কিছু গ্রামে জল ঢুকেছে। বৃষ্টির জল জমেছে মালদা শহরেও। হরিশ্চন্দ্রপুরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। মানিকচকের গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙন চলছে ভূতনি এলাকাতেও। ত্রাণসামগ্রী ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। তবে, মালদার জেলাশাসক শরদ দ্বিবেদীর দাবি, জলবন্দি মানুষদের উঁচু স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। কাজ করছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম । ত্রাণও পাঠানো হচ্ছে।